লালমনিরহাটে মুক্ত চিন্তার নাগরিক ঐক্য পরিষদ এর কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০মিনিটে লালমনিরহাটের কার্জীটারিতে এ কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
এ সময় মোঃ শামীম হোসেন, নিপেন কার্জী (অবঃ পুলিশ সদস্য), আব্দুল হাই, হরে কৃষ্ণ মোহন্ত, মিলন রায়, সুমন চন্দ্র, জয়ন্ত, রবিউল ইসলাম, মিলন মোহন্ত, হরি চন্দ্র, আবু বক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মোঃ রুহুল আমিন মুন্সি আহবায়ক ও সুজিত সরকারকে যুগ্ম আহবায়ক এবং রশিদুল ইসলাম রিপনকে সদস্য সচিব করে ১৭সদস্য বিশিষ্ট মুক্ত চিন্তার নাগরিক ঐক্য পরিষদ গঠণ করা হয়।
প্রসঙ্গত, এই সংগঠনটি সম্পূর্ণ রুপে অরাজনৈতিক, অসাম্প্রদায়িক এবং সামাজিক সংগঠন।