অনিল চন্দ্র বর্মন লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামে এক হিন্দু সম্ভ্রান্ত কৃষক পরিবারে ১৯৬৮ সালের ৩০ জানুয়ারি জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা- মৃতঃ সুশীল চন্দ্র বর্মন, মাতা- মৃত্যঃ শান্তি বালা, স্ত্রীঃ গৌরী রাণী ও সন্তান- তন্ময় কুমার গৌরাঙ্গ। তিনি পিতা-মাতার আগ্রহে খুব অল্প বয়সেই লেখাপড়ার পাশাপাশি লোকসঙ্গীত সাধনা শুরু করেন।
তিনি ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক ও লালমনিরহাট মডেল হাই স্কুল থেকে এস. এস. সি পাশ করেন।
তিনি ভাওয়াইয়া, পালাগান, নাটকসহ লোক সঙ্গীতের সকল স্তরে ছিল তাঁর সরব বিচরণ। তিনি একজন লোক সঙ্গীত ও সৃজনশীল ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন।
তিনি ১৯৯০ সাল হতে ভাওয়াইয়া পরিষদ লালমনিরহাট এর সভাপতি, ২০০৮ সাল হইতে সাফকো, কোদালখাতা, লালমনিরহাট এর সম্পাদক ও ২০২০ সাল হইতে সম্মিলিত সাংস্কৃতিক জোট লালমনিরহাট এর সহ-অর্থ বিষয়ক সম্পাদক। দীর্ঘ দিন উদীচী শিল্পী গোষ্ঠী লালমনিরহাট এর সহ-সভাপতি ও সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমি লালমনিরহাট এর শিল্পী সম্মাননা (২০১২, ২০১৩, ২০১৪খ্রিঃ) শিল্পী বাছাই কমিটির সদস্য ছিলেন।
তাঁর জন্য জেলা শিল্পকলা একাডেমি লালমনিরহাট শুভকামনা করেন।