আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সহযোগীতায় পরিচালিত এসডিএফ (সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) সংস্থার কর্মীদের শনিবারও বাধ্য করে অফিসের কাজ করানোর অভিযোগ উঠেছে।
জানা যায়, লালমনিরহাটের ৩টি উপজেলায় কার্যক্রম পরিচালনা করে আসছে এসডিএফ নামের সংস্থাটি। সংস্থার মাঠ পর্যায়ে কিছু কর্মী অভিযোগ করেছেন সরকারী নিয়মনীতি না মেনেই তাদের অফিসের কাজ করাতে বাধ্য করছে তাদের উদ্ধর্তন কর্তৃপক্ষ।
লালমনিরহাট মাজার এলাকায় অবস্থিত জেলা অফিসে গিয়ে দেখা যায় সংস্থাটির জেলা শাখার দায়িত্বরত কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ তিন উপজেলার বিভিন্ন দায়িত্বে থাকা কর্মীদের নিয়ে কার্যালয়ের ভিতরে ট্রেনিং করাচ্ছেন।
সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী শনিবার অফিস বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে আব্দুস সামাদ জানান, আমরা কোন কর্মীকে কাজে আসতে বাধ্য করি না, যাদের কাজ থাকে শুধু তারাই এসে কাজ করেন। জেলার মানুষের জীবন মান উন্নয়নে আমাদের একটু বাড়তি কাজ করতে হয় এটা ছাড়া আর কিছুই নয়।
নাম প্রকাশ্যে অনিচ্ছু কিছু কর্মী মৌখিক অভিযোগ করে বলে আমাদের মাঠে কাজ করতে দিয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষ আরাম আয়েশ করেন। আমরা অতিরিক্ত একদিন বন্ধ পেলে পরিবার-পরিজন নিয়ে একটু ভাল সময় কাটাতে পারতাম। কর্তৃপক্ষ যেন সবার জন্য সমান সুযোগ তৈরি করে দেয়। সরকারী নিয়ামনুসারে শনিবার অফিস বন্ধ থাকার কথা থাকলেও তা না করে অফিসের কাজ চলমান রাখায় সংস্থার অনেক কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।