লালমনিরহাটে “মাদক নয়, মৃত্যু নয় মাদক মুক্ত জীবন চাই” শ্লোগান নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের সাথে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) লালমনিরহাটের কালেক্টরেট কলেজিয়েট স্কুলের হলরুমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লালমনিরহাট জেলা কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খায়রুল বাশার-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ, কালেক্টরেট কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এটিএম রশীদুল আলম প্রামানিকসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।