লালমনিরহাটে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সহসাধারণ সম্পাদক দৈনিক মাতৃভূমির খবর লালমনিরহাট প্রতিনিধি জনাব মোঃ সাহিদ বাদশা বাবু ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দৈনিক আমার বার্তা লালমনিরহাট প্রতিনিধি জনাব মোঃ কাওছার মাহমুদ এর জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ আগস্ট) রাত ৮টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়স্থ বৈশাখী সুইটস এন্ড কনফেকশনারীতে এ কেক কাটা ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহসাধারণ সম্পাদক সাহিদ বাদশা বাবু, সাংগঠনিক সম্পাদক জামাল বাদশা, কোষাধ্যক্ষ হেলাল হোসেন কবির, প্রচার সম্পাদক মাসুদ রানা রাশেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাওছার মাহমুদ, নির্বাহী সদস্য সাধন চন্দ্র রায়, সজিব আলম, লিয়াকত আলী, জহির মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ জম্মদিন উপলক্ষে সাংবাদিকবৃন্দ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। পরে জনাব মোঃ সাহিদ বাদশা বাবু ও জনাব মোঃ কাওছার মাহমুদদের জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু মঙ্গল কামনা করেছেন।