লালমনিরহাটে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) রাত ৮টায় শ্রীশ্রী গৌরী শংকর গোশালা সোসাইটি লালমনিরহাট চত্ত্বরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট লালমনিরহাটের আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সহযোগিতায় এ আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম লালমনিরহাটের সহকারী প্রকল্প পরিচালক মোঃ আতাউর রহমান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এতে সম্মানিত অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরা লাল রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়, শ্রীশ্রী গৌরী শংকর গোশালা সোসাইটি লালমনিরহাটের ট্রাস্টি ও সাধারণ সম্পাদক সুবল চন্দ্র বর্মণ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র রায়। বক্তব্য রাখেন লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি এম এ মমিন প্রমুখ। এ সময় শ্রীশ্রী গৌরী শংকর গোশালা সোসাইটি লালমনিরহাটের ট্রাস্টি দুলাল চন্দ্র কর্মকার, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক মেহেদী হাসানসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।