রওজাত ওয়ালিন আলো ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শিশুদের ৩টি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। একই দিনে ৩টি প্রতিযােগিতায় বিজয়ী হয়।
জেলা প্রশাসনের আয়োজনে প্রতিযোগিতায় আয়োজন করে লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জেলা শিশু একাডেমি, জেলা শিল্পকলা একাডেমির।
শিশু বিভাগের "ক" গ্রুপে ৩টিতে অংশ নিয়ে প্রতিযোগিতায় ২টিতে ২য় ও ১টিতে ৩য় পুরস্কার অর্জন করেছে।
এছাড়াও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আবৃত্তি ও ছড়া পাঠে প্রথম পুরস্কার অর্জন করেছে।
সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তন (নতুন) এ প্রতিযোগিদের জেলা প্রশাসনের উদ্যোগে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু জাফর প্রতিযোগিদের হাতে পুরস্কার সনদ, ক্রেস্ট ও উপহার তুলেদেন। এ সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মতিয়ার রহমান, পুলিশ সুপার আবিদা সুলতানা, কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটিসহ গণমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, রওজাত ওয়ালিন আলো লালমনিরহাট ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী, বয়স ৭বছর। বাবা রুহুল আমীন অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার মা সুলতানা রাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সে সাংবাদিক ও সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম শাহীনের ভাগ্নি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.