১৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন, লালমনিরহাট এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর এঁর আমন্ত্রণ পত্র সূত্রে জানা যায়, ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। সকাল ৮টায় আল নাহিয়ান শিশু পরিবার এর সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তন (নতুন) এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কীর্তির উপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সকাল ১০টায় সদর হাসপাতালে রক্তদান কর্মসূচি। সকাল ১০টা ৩০মিনিটে নেছারিয়া কামিল মাদ্রাসা, লালমনিরহাটে কোরআন তিলাওয়াত, হামদ-নাত, আলোচনা সভা ও দোয়া মাহফিল। দুপুর ১২টায় জেলায় ১০০টি এবং প্রত্যেক উপজেলায় ৫০টি ফলদ ও বনজ বৃক্ষরোপন। সুবিধাজনক সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শণ। মসজিদে বাদ যোহর ও অন্যান্য প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে কালেক্টরেট কলেজিয়েট স্কুলে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন, কবিতা ও রচনা প্রতিযোগিতা।
লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক সকল কর্মসূচি বাস্তবায়িত হবে। উক্ত সকল কর্মসূচিতে আপনার উপস্থিতি ও অংশগ্রহণ একান্তভাবে কামনা করছি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.