প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ৬:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২২, ৭:০৫ পি.এম
সাংবাদিক অনু’র মুক্তির দাবীতে মানববন্ধন
বিএমএসএস এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলমগীর অনুকে কালীগঞ্জ থানায় চায়ের দাওয়াত দিয়ে ডেকে নিয়ে কথিত মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ আগস্ট) বিকালে লালমনিরহাটের কালীগঞ্জ প্রেসক্লাব এর সামনে লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির আয়োজন এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আহবায়ক ওসমান গনি, লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউনুস আলী, লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবুল, সহসভাপতি রকিবুল হাসান রিপন, হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংবাদিক অনুর সহধর্মিণী শাহানাজ পারভীন রিনা প্রমুখ। এ সময় সাংবাদিক সংগঠনের সদস্যবৃন্দ ও সাংবাদিক অনুর আত্মীয়-স্বজনসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, সাংবাদিক নূর আলমগীর অনুকে কালীগঞ্জ থানায় ডেকে মিথ্যা মামলায় গ্রেফতার ও দেশের বিভিন্ন প্রান্তে হয়রানির শিকার গনমাধ্যমকর্মীদের হয়রানি বন্ধ করে অন্যায়কারীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। সেই সাথে দ্রুত সাংবাদিক সুরক্ষা বিশেষ আইন ঘোষণা করে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানির ধারাগুলো বাতিল করার দাবি জানান।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
সাপ্তাহিক আলোর মনি- সাহেব পাড়া (বড় মসজিদ) সংলগ্ন, রেলওয়ে কোয়ার্টার নং- এল/১৫০-৩ স্টেশন রোড, লালমনিরহাট-৫৫০০ হতে প্রকাশিত ও প্রচারিত এবং অংকিতা প্রিন্টিং প্রেস, নিউক্রস রোড/প্রেস ক্লাব মার্কেট, রংপুর হতে মুদ্রিত।
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.