লালমনিরহাটে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির খবরে পাম্পগুলোর সামনে মোটর সাইকেলের ভিড় লেগে যায়।
শুক্রবার (৫ আগস্ট) রাতে সব ধরনের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির খবর প্রকাশের পর পরই লালমনিরহাটের পেট্রোল পাম্পগুলোতে ভিড় করতে শুরু করেন মোটর সাইকেলসহ তেলচালিত ছোট-বড় যানবাহনের চালকেরা। তবে বেশির ভাগ পাম্পই তেল বিক্রয় বন্ধ করে দিতে দেখা গেছে। পরে পাম্পে ক্ষোভ ঝাড়তে দেখা গেছে তেল নিতে আসা বিভিন্ন যানবাহনের চালকদের। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়। অতঃপর পেট্টোল পাম্প কর্তৃপক্ষ পুলিশের উপস্থিতিতে পূর্বের মূল্য ঘোষিত ১শত টাকার করে পেট্টোল ও অকটেন বিক্রয় করতে দেখা গেছে।
সরেজমিনে ফিলিং স্টেশনগুলো ঘুরে দেখা গেছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পাম্প কর্তৃপক্ষ বিক্রয় বন্ধ করে দেয়। উক্ত পাম্পের সামনে শত শত যানবাহন নিয়ে চালকরা বিক্ষোভ করে।
লালমনিরহাটের ফিলিং স্টেশন খোলা থাকলেও শত শত মানুষ মোটর সাইকেল নিয়ে তেল নিতে অপেক্ষা করে। এতে শুরু হয় হট্টগোল।
ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে আসা মোটর সাইকেল চালকরা বলেন, হঠাৎ করেই তেলের মূল্য বাড়াল বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
শুক্রবার (৫ আগস্ট) রাতে দেশে সব ধরনের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় ডিজেল ও কেরোসিন লিটার প্রতি ৩৪টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১শত ১৪টাকা। অকটেনে ৪৬টাকা বেড়ে ১শত ৩৫টাকা ও পেট্রোল লিটারে ৪৪টাকা বেড়ে করা হয়েছে ১শত ৩০টাকা।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.