লালমনিরহাটে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ আগস্ট) বিকাল ৫টায় লালমনিরহাটের শেখ রাসেল শিশু পার্কে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিজুল ইসলাম আজিজ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সভাপতি এস. আর শরিফুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক জামাল বাদশা, কোষাধ্যক্ষ মোঃ হেলাল হোসেন কবির, প্রচার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ কাওছার মাহমুদ, নির্বাহী সদস্য সাধন চন্দ্র রায়, মোঃ মুছা মোর্শেদ, মোঃ লাজু মিয়া, মোঃ আবির হোসেন সজল প্রমুখ। এ সময় বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।