লালমনিরহাটের বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ আগস্ট) বিকালে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের বরাদ্দ প্রাপ্ত ত্রাণ লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে খুনিয়াগাছ ইউনিয়নের ২নং ওয়ার্ডের কালমাটি দীঘলটারীর পাকার মাথা এলাকায় ৮মেট্টিকটন জিআর চাউল ও ২শত ৮৮টি শুকনা খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। অপর আরও একটি অনুষ্ঠানে গোকুন্ডা ইউনিয়ন পরিষদে ৫মেট্টিকটন জিআর চাউল ও ১শত ৮০টি শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।
পৃথক ২টি অনুষ্ঠানে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, লালমনিরহাট সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি রুবেল রানা।
এ সময় গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার টোটন, খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এস খায়রুজ্জামান মন্ডল বাদল, লালমনিরহাট সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।