মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট:
তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ হতে বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় অাজ ২৮ মে সকাল ১১টায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার মৌলভী আবুল হোসেন সিনিয়র হাফিজিয়া মাদ্রাসা এবং পাটগ্রাম উপজেলার রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪০০টি সীমান্তবর্তী অসহায়, দুস্থ্য এবং হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে ৪কেজি চাল, ২কেজি ডাল, ৪কেজি আটা, লবন ৫০০ গ্রাম এবং মাস্ক ১টি প্রদান করা হয়। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার মৌলভী আবুল হোসেন সিনিয়র হাফিজিয়া মাদ্রাসা মাঠে বড়খাতা কোম্পানী কমান্ডার সুবেদার ইব্রাহীম মোল্লা এবং পাটগ্রাম উপজেলার রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নবীনগর কোম্পানী কমান্ডার সুবেদার বেলাল হোসেন, তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) কর্তৃক ত্রাণ বিতরণ করা হয়। এছাড়াও ত্রাণ সামগ্রী বিতরণের সময় সংশ্লিষ্ট এলাকার ইউপি চেয়ারম্যান, মেম্বার এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।