সাংবাদিকের ছবি স্বার্থ হাসিল করার জন্য বে-পরোয়া ভাবে এডিটিং করে ফেসবুকে অপপ্রচার করায় ১৩টি ফেসবুক এ্যাকাউন্ট হোল্ডারের নামে আইসিটি এ্যাক্টে সোমবার (১ আগস্ট) রাতে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের হয়।
জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রীর এপিএস মিজানের স্ত্রী'র ব্যবহারিত একটি প্রাইভেট কার থেকে মাদক উদ্ধার ও চালকে আটক করে গোয়েন্দা পুলিশ এবং আটকের পর রাতে এপিএস এর স্ত্রী'র বড় ভাই শাওন থানা ও গোয়েন্দা পুলিশের কাছে আসা নিয়ে বেশ আলোচনা সৃষ্টি হয়েছিল।
সেসব ঘটনা নিয়ে সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীন নিউজ করলে তার বিরুদ্ধে ফেসবুকে নামে বেনামে ফেক আইডি খুলে একটি কুচক্রী মহল হেয় করতে ষড়যন্ত্রে লিপ্ত হতে থাকে।
শাহীন প্রায় ২৭বছর ধরে দৈনিক জনকন্ঠে ও প্রায় ১২বছর ধরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাসসে কর্মরত আছেন। তাছাড়াও তিনি একটি কলেজের শিক্ষকতা পেশায় কর্মরত আছেন।
সমাজকল্যাণ মন্ত্রীর এপিএসের স্ত্রীর ব্যবহৃত প্রাইভেট কার হতে একশত বোতল ফেন্সিডিল উদ্ধারের খবর আলোর মনি ও দৈনিক জনকন্ঠে প্রকাশের পর হতে একটি মহল সাংবাদিকদের উপর মিথ্যা কুর্ষা রটাতে থাকে। তাদের মধ্যে অনেকে সাংবাদিক শাহীনের বিরুদ্ধে ষড়যন্ত্রে নামে।
চলতি সালের ২৮, ২৯ ও ৩০ জুলাই ফেসবুকে নানা রকম ছবি এডিটিং করে, টাইম লাইনে কুরুচিপূর্ণ কমেন্ট লিখে ও মিথ্যে তথাকথিত বানোয়াট কিছু আবেদন জাহাঙ্গীর আলম শাহীনের ফেসবুক আইডিতে ঢুকে অবাক নিউজ, মোঃ আমির হোসেন সাদ্দাম, এইচএম নাইমুল ইসলাম, মোঃ রুবেল খান, নাসির উদ্দিন সরকার নাইম, এগ্রিকালচারিস্টি জুয়েল, মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, মোঃ আহসান আহম্মেদ, মোঃ খায়রুজ্জামন, মোঃ নাহিদ সরকার, গোলাম জাকির, ফনিভুষণ রায়, মাইদুল বাবু প্রমুখ নামে অপপ্রচার চালায়।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম জানান, এজাহারের ভিত্তিতে পুলিশের আইসিটি বিভাগের পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.