জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদন লালমনিরহাট জেলার প্রধান সূচকসমূহ তুলে ধরা হয়েছে।
লালমনিরহাট জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার প্রধান সূচকসমূহঃ জেলার মোট জনসংখ্যা: ১৪লক্ষ ২৮হাজার ৪০৬জন। তন্মধ্যে পুরুষ: ৭লক্ষ ১৪হাজার ২০৩জন। মহিলা: ৭লক্ষ ১৩হাজার ৫৬৬জন, হিজড়া: ৬৬জন।
ধর্মভিত্তিক জনসংখ্যা: মুসলমান: ৮৬.৯৫%, হিন্দু: ১২.৯৬%, বৌদ্ধ: ০.০০%, খ্রিষ্টান: ০.০৪%, অন্যান্য: ০.০৪%। সাক্ষরতার হার: ৭১.১৮%। তন্মধ্যে পুরুষ: ৭৪.৪১%, মহিলা: ৬৭.৯৮%, হিজড়া: ৫০.৮২%। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা: ১১৮জন । তন্মধ্যে পুরুষ: ৬২জন, মহিলা: ৫৬জন।
মোট খানার সংখ্যা: ৩লক্ষ ৪২হাজার ৩৯ (খানা হচ্ছে এক বা একাধিক ব্যক্তি যারা এক পাকে ও একত্রে খাওয়া-দাওয়া এবং একসাথে বসবাস করে )। বস্তিতে খানার সংখ্যা: ২,৮৯১জন।
বস্তিতে বসবাসকারী জনসংখ্যা: ১১,৪২০জন।
ভাসমান খানার সংখ্যা: ১৬০, ভাসমান জনসংখ্যা: ১৭৪জন,
বস্তি ও ভাসমান ব্যতীত খানার সংখ্যা: ৩লক্ষ ৩৮হাজার ৯৮৮জন।
জনসংখ্যা (বস্তি ও ভাসমান ব্যতীত): ১৪লক্ষ ১৬হাজার ৮১২জন।
জনসংখ্যার ঘনত্ব: ১১৪৫জন (প্রতি বর্গ কিলোমিটারে)।
পল্লী অঞ্চলে বসবাসকারী জনসংখ্যা: ১১লক্ষ ৩৬হাজার ৩৩৩জন।
শহর অঞ্চলে বসবাসকারী জনসংখ্যা: ২লক্ষ ৯১হাজার ৫০২জন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.