দেশের উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার (৩১ জুলাই) রাত ২টা ১মিনিটে হওয়া ভূমিকম্প প্রায় ২/৩ সেকেন্ড স্থায়ী হয়।
জানা যায়, রাত ২টা ১মিনিটে লালমনিরহাটের ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলা বিভিন্ন এলাকায় হঠাৎ মৃদু ভূমিকম্প অনুভূত হয়। যার উৎপত্তিস্থল এখনও জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা রশিদুল ইসলাম রিপন, এস এম হাসান আলী, হেলাল হোসেন কবির বলেন, মৃদু এ ভূমিকম্পে লালমনিরহাট জেলার কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
লালমনিরহাট ফায়ার সার্ভিস স্টেশন ভূমিকম্প অনুভূত হওয়ার কথা স্বীকার করে জানান, মৃদু ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির ঘটনা-ঘটেনি।