লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দারা ইলেকট্রনিক ভোটিং যন্ত্র-ইভিএম এর মাধ্যমে ভোট দিয়েছেন। বর্তমানে ভোট গ্রহণ শেষ।
বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে এ ভোট গ্রহণ শুরু হয়। যা চলে বিকাল ৪টা পর্যন্ত।
জানা যায়, সকাল থেকে চলবলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নীলকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিত দেখা গেছে। নারী-পুরুষ ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুন্দরভাবে ইভিএমে ভোট দিচ্ছেন। এছাড়া নিরাপত্তা ক্ষেত্রে পুলিশ, আনসার সদস্যরা সব সময় তৎপর রয়েছেন।
৯নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য পদে প্রার্থী রয়েছে ৪জন। প্রার্থীরা হলেন- বাবুল মিয়া রাজু, লাল মিয়া, শৈলন্দ্র চন্দ্র বর্মন ও নুরুল আমীন বাবুল।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা রহমান বলেন, ইভিএম ভোটিং এ ভালো উপস্থিত ছিলো ভোটারদের। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর নেই। আশা রাখি ভালোভাবে ফলাফল ঘোষণা সম্পন্ন হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.