মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২৬,২২৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লালমনিরহাট জেলায় ১হাজার ১শত ৮৪টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২শতাংশ জমির কবুলিয়াত ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম-এর সভাপতিত্বে উপকারভোগী আহম্মাদ আলী, নুর সালিমা বেগম, জাহানারা বেগম, সাইদ, খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এস খায়রুজ্জামান মন্ডল বাদল, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা ইউনিট কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় লালমনিরহাট সদর উপজেলা ভূমি অফিসার মোঃ রুবেল রানা, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেন।
উল্লেখ্য যে, লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় ১হাজার ১শত শত ৮৪টি ঘরের মধ্যে লালমনিরহাট সদর উপজেলায় ২শত ৪২টি, আদিতমারী উপজেলায় ৩শত ৫টি, কালীগঞ্জ উপজেলায় ২শত ২৫টি, হাতীবান্ধা উপজেলায় ২শত ১০টি ও পাটগ্রাম উপজেলায় ২শত ২টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২শতাংশ জমির কবুলিয়াত ও গৃহ হস্তান্তর করা হয়।