লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তা নদীর বাম তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ জুলাই) বিকাল ৪টা ৩০মিনিটে এ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, লালমনিরহাট পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি আর সরোয়ার। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি দুপুর ১২টায় লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন এবং লালমনিরহাট জেলার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কার্যক্রমের উপকারভোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এছাড়াও তিনি বিকাল ৩টা ৩০মিনিটে আদিতমারী উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অফিস এর নব নির্মিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়।
এরপর তিনি দক্ষিণ বালাপাড়া ফাজিল মাদ্রাসার নব নির্মিত ৪র্থ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন।
পরে সন্ধ্যা ৬টা ৩০মিনিটে বাংলাদেশ আওয়ামী লীগ মহিষখোচা ইউনিয়ন শাখা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.