লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহা আলম-এঁর বদলী জনিত বিদায় উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ জুলাই) বিকাল ৪টায় লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহা আলমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল বাদশা, প্রচার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশনা সম্পাদক দুর্জয় রায়, নির্বাহী সম্পাদক সাধন চন্দ্র রায়, লাজু মিয়া, মোঃ আলম মিয়া প্রমুখ।
উল্লেখ্য যে, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহা আলম ২০২০ সালের ২৬ আগস্ট লালমনিরহাট সদর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। তিনি আজ লালমনিরহাটের হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করবেন মর্মে জানা গেছে।