লালমনিরহাটে প্রচণ্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোদ্রের প্রচণ্ড উত্তাপ ও গরমে বিপাকে পড়েছে সাধারণ ও শ্রমজীবি মানুষ। গত কয়েকদিন থেকে রোদের তীব্রতা ক্রমশ বাড়ছেই।
শুক্রবার (১৫ জুলাই) সকাল থেকে প্রচণ্ড রোদের তীব্রতায় লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার অবস্থা আরও ভয়াবহ।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, রৌদ্রের তাপমাত্রা ৩৭ডিগ্রী সেলসিয়াস।
সরেজমিন ঘুরে দেখা গেছে, দাপদাহে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে নিম্নবিত্ত ও শ্রমজীবি মানুষ। সূর্যের প্রখর তাপে গরমের ভয়ে ঘর থেকে বের হচ্ছেনা অনেকেই। কেউ কেউ একটু আরামের জন্য বেছে নিয়েছে গাছতলা, ছোটরা বাড়ির পাশের পুকুরে। আর শ্রমিকরা কাজের ফাঁকে স্যালাইন যুক্ত পানি পান করছেন।
কৃষক জাহাঙ্গীর বলেন, তীব্র গরমে কোন কাজে মন বসছেনা, খালি গাঁয়ে থাকতে ইচ্ছে করছে। তাই খালি গায়ে আছি।
কোদালখাতা এলাকার রিক্সা চালক হুমায়ুন কবির বলেন, গরমে এমনিতেই অবস্থা খারাপ, এদিকে যাত্রীও পাচ্ছিনা রোদের ভয়ে সবাই অটো রিকশায় চলাচল করছে, এমন হলে পরিবার নিয়ে দুর্ভোগে পড়তে হবে।
আবহাওয়া অফিস সূত্র জানান, লালমনিরহাটের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ডিগ্রি সেলসিয়াস। তবে রোদ্রের তাপ তুলনামূলক ভাবে অনেক বেশী।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.