আলোর মনি ডটকম রিপোর্ট: তুষভান্ডারের জমিদার রমনীমোহন রায় চৌধুরী একজন প্রজারঞ্জক ও বিদ্যোৎসাহী জমিদার ছিলেন। তিনি কালীগঞ্জের তুষভান্ডার গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন তুষভান্ডারের জমিদার কালিকাপ্রসাদ রায় চৌধুরী, যার নামানুসারে কালীগঞ্জের নামকরণ হয়েছে। জমিদার রমণীমোহনের সময়ে তুষভান্ডারে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। তার প্রচেষ্টায় রাস্তাঘাটের উন্নয়ন ছাড়াও এখানে গড়ে উঠে দাতব্য চিকিৎসালয়, পোস্ট অফিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। ১২৮০ বঙ্গাব্দের দুর্ভিক্ষের সময় তিনি নিজ খরচে খাদ্য সংগ্রহ এবং দরিদ্য প্রজাদের মাঝে বিতরণ করায় বড়লাটের নিকট থেকে ‘রায় বাহাদর’ উপাধি লাভ করেন। তার জন্ম তারিখ বা সালের কোন উল্লেখ পাওয়া যায় না, তবে ১২৯৪বঙ্গাব্দের ২২ শ্রাবণ ৪৫বছর বয়সে তিনি কোলকাতায় প্রাণত্যাগ করেন বলে উল্লেখ পাওয়া যায়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.