লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ উল আযহার নামাজ আদায় করেছেন অর্ধসহস্রাধিক মুসল্লি।
শনিবার (৯ জুলাই) সকাল ১০টায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মুন্সিপাড়ায় জামে মসজিদে পবিত্র ঈদ উল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওঃ আব্দুল হামিদ।
জানা গেছে, ২০১১ সাল থেকে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি চর, তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি মুন্সিপাড়া জামে মসজিদ, চন্দ্রপুর ইউনিয়নের পানি খাওয়ার ঘাট ও বোতলা এলাকায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রসূল বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে অনেক আগে থেকে কাকিনা, তুষভান্ডার ও চন্দ্রপুর ইউনিয়নের কিছু মানুষ ধর্মীয় অনুষ্ঠান পালন করেন।
এদিকে প্রতিবার ঈদের জামাত মুন্সিপাড়ার ঈদ গাহ মাঠে সরকারি নির্দেশনা মেনে মসজিদে জামাত আদায় করেছেন মুসল্লিরা।
মুন্সীপাড়া জামে মসজিদের ঈমাম মাজেদুল বলেন, স্বাস্থ্য বিধি মেনে সব মুসল্লি জামাত আদায় করেছি। সকাল ১০টায় পবিত্র ঈদ উল আযহার নামাজের প্রথম জামাত শুরু হয়।
কালীগঞ্জ উপজেলার হাড়ি শহরের মুন্সিপাড়ার ঈদগাহ মাঠের সভাপতি মাওঃ মাছুম বিল্লাহ্ বলেন, সারা বিশ্বে একই দিন ঈদ হবে। এ বিশ্বাস থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিগত কয়েক বছর ধরে এ এলাকার মানুষ, ঈ উল ফিতর, ঈদ উল আযহা, শবে কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।