শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে বিজিবি কর্তৃক ৪৪লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক লালমনিরহাটে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত নানা রোগব্যাধি! লালমনিরহাটে বেলী সুজ এর শো-রুম শুভ উদ্বোধন অনুষ্ঠিত লালমনিরহাটে নিউ সেন্ট্রাল ক্লিনিক এন্ড ডায়াগনোসিস সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত লালমনিরহাটে ২৫টি গীর্জায় শুভ বড়দিন উদযাপিত পৈত্রিক সম্পতির অংশীদার দাবি করে সাত মায়ের সন্তানদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত লালমনিরহাটে শুভ বড়দিন উদযাপন লালমনিরহাটে বর্ণিল আয়োজনে শুভ বড়দিন ২০২৪ উদযাপন লালমনিরহাটে কবি হেলাল হাফিজ স্মরণ স্মরণে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমনিরহাটে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে ৬নং ওয়ার্ড বিএনপি পুর্ণগঠন উপলক্ষ্যে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত
লালমনিরহাট জেলায় এমপিওভুক্ত হলো ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠান

লালমনিরহাট জেলায় এমপিওভুক্ত হলো ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠান

সদ্য ঘোষিত এমপিওভুক্তির তালিকায় লালমনিরহাট জেলায় ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে। এমপিওভুক্তির সংবাদে শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক-কর্মচারীদের মাঝে আনন্দের বন্যা বইছে। তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামবাসীদেরও আনন্দ উল্লাসের কমতি নেই।

 

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে লালমনিরহাটের ১৫টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল এন্ড কলেজ), ২টি উচ্চ মাধ্যমিক কলেজ, ১টি ডিগ্রী কলেজ, ৩টি দাখিল মাদ্রাসা, ১টি আলিম মাদ্রাসা (উচ্চ মাধ্যমিক), ২টি বিএম কলেজ, ৪টি ভোকেশনালসহ মোট ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।

 

লালমনিরহাট জেলায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলো- নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ঃ আমঝোল জুনিয়র স্কুল (হাতি), ধলাই বাবুর বাজার জুনিয়র স্কুল (হাতি), নাজির হোসেন খন্দকার জুনিয়র স্কুল (হাতি), বাঁশকাটা দয়াল্টারি জুনিয়র স্কুল (পাট), মমিনপুর বাঁশকাটা মাধ্যমিক স্কুল (পাট), কাওয়ামারী গার্লস হাইস্কুল (পাট), জোংরা জুনিয়র গার্লস স্কুল (পাট), পাটগ্রাম পৌর জুনিয়র গার্লস স্কুল (পাট), ফলিমারি জুনিয়র গার্লস স্কুল (আদিত), মহিশা শহর এন ইউ জুনিয়র গার্লস স্কুল (আদিত), লতাবর জুনিয়র স্কুল (কালি), চন্দ্রপুর জুনিয়র গার্লস স্কুল (কালী), আলহাজ রহমান আলি মাহবুবা খাতুন এম জুনিয়র স্কুল (কালী), ২নং ফুলগাছ আদর্শ জুনিয়র হাইস্কুল (সদর), ফকিরের তকেয়া জুনিয়র গার্লস স্কুল (সদর)।

 

মাধ্যমিক বিদ্যালয়ঃ বিছনদই আজিজুর রহমান উচ্চবিদ্যালয় (হাতি), কেটকিবাড়ি গার্লস হাই স্কুল (হাতি), পুর্ব বেজগ্রাম গার্লস হাইস্কুল (হাতি), আমানতউল্লাহ প্রধান হাইস্কুল (পাট), ধবলগুড়ী হাইস্কুল (পাট), মির্জাকোট হাজী মহিউদ্দিন হাইস্কুল (পাট), পাটগ্রাম আদর্শ হাইস্কুল (পাট), বালাপুকুর হাইস্কুল (আদিত), মহিষতুলি এম এল হাইস্কুল (আদিত), মহিষখোচা গার্লস হাইস্কুল (আদিত), গোপালরায় পঞ্চপথি হাইস্কুল (কালী), চার্চ অব গড হাইস্কুল (সদর), খোলাহাটি হাইস্কুল (সদর), গোকুন্ডা হাইস্কুল (সদর)।

 

উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল এন্ড কলেজ): পারুলিয়া SCHEDULE CASTE হাইস্কুল এন্ড কলেজ (হাতিবান্ধা)।

 

উচ্চ মাধ্যমিক কলেজঃ বড়ুয়া পানাম চাঁদ ভুতুরিয়া মহাবিদ্যালয় (পাটগ্রাম), জামেনা রওশনারা মহিলা কলেজ (কালীগঞ্জ)।

 

ডিগ্রি কলেজঃ পাটগ্রাম মহিলা ডিগ্রী কলেজ।

 

দাখিল মাদ্রাসাঃ বড়কমলাবাড়ী নতুনহাট দাখিল মাদ্রাসা (আদিতমারী), হারিশ্বর আদর্শ দাখিল মাদ্রাসা (কালীগঞ্জ), জোংরা দাখিল মাদ্রাসা (পাটগ্রাম)।

 

আলিম মাদ্রাসা (উচ্চ মাধ্যমিক): মুনিরাবাদ সুফিয়া একরামিয়া আলিম মাদ্রাসা (কালীগঞ্জ)।

 

বিএম কলেজঃ রুস্তমপুর মহিলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ (আদিতমারী), উত্তরন কলেজ (কালীগঞ্জ)।

 

ভোকেশনালঃ নওদাবাস দাখিল মাদ্রাসা ভোকেশনাল শাখা (কালীগঞ্জ), মির্জাকোট মহিউদ্দিন হাইস্কুল ভোকেশনাল শাখা (পাটগ্রাম), পানবাড়ি হাইস্কুল বিএম শাখা (পাটগ্রাম), পাটগ্রাম টেকনিক্যাল এন্ড বিএম কলেজ (পাটগ্রাম)।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone