লালমনিরহাটে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে মোস্তাঈন মোশন টীম এর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত পথ শিশুদের মাঝে নতুন পোশাকসহ অসহায় হতদরিদ্রের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) লালমনিরহাট, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলায় সুবিধা বঞ্চিত প্রায় ১শতাধিক পথ শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণসহ অর্ধ শতাধিক অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদের বাজার উপহার সামগ্রীসহ নগদ অর্থ তুলে দেন সেচ্ছাসেবী সংগঠন মোস্তাঈন মোশন টীম এর সদস্যরা।
এ কাজে লালমনিরহাট জেলায় অংশ গ্রহণ করেন হাফিজ মুহম্মদ হাবীবুল্লাহ আল হাদী, হাফিজ মুহম্মদ আনাস আলী, মুহম্মদ খাদিমুল ইসলাম (মারুফ), রিফাত তামান্না প্রমুখ।
কুড়িগ্রাম জেলায় অংশ গ্রহণ করেন টীমের অন্যতম সদস্য হাফিজ মুহম্মদ আবু তাহির, হাফিজ মুহম্মদ আলী, হাফিজ মুহম্মদ রাসেল ইসলাম, তানভীর হাসান, আয়েশা শাহরিয়ার, মোশ্তারী তালুকদার, মুহম্মদ সোহানুর রহমান, মুহম্মদ সাইদুল ইসলাম লিমন, মুহম্মদ মনির খান, সৌরভ ইসলাম প্রমুখ।
বিশেষ ভাবে ঢাকার বিভিন্ন স্থানে পথশিশুসহ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে নতুন জামা, নগদ অর্থসহ ঈদের বাজার হাতে তুলে দেওয়া হয়।
ঢাকাতে অংশ গ্রহন করেন পীরজাদা মুফতী মাকনুন তালুকদার, এইচ এম আব্দুল্লাহ আল আমীন আজাদী, মুহম্মদ রাইসুল ইসলাম, হাফিজ মুহম্মদ মোস্তফা কামাল, মুহম্মদ তৌফিক হাসান (স্টার্স), মুনতাহা ইসলাম মুন প্রমুখ।
এ ব্যাপারে মোস্তাঈন মোশন টীমের প্রধান পরিচালক মাওলানা ক্বারী আহমদ তালুকদার বলেন, আমাদের উদ্দেশ্য এসব সুবিধা বঞ্চিত, অসহায় পথশিশুরা যেনো ঈদের দিনে অন্তত নতুন পোশাক পরতে পারে। অসহায় মানুষরা যেনো অন্তত ঈদের দিনটা ভালোমন্দ কিছু খেতে পারেন। ঈদের আনন্দ সবার মাঝে যেনো ছড়িয়ে পরে। ঈদের দিনে যেন এই মুখ গুলোতে হাসি ফুটে ওঠে। তবেই আমাদের সার্থকতা।
তিনি বিত্তবান ধনী লোকেদের উদ্দেশ্য করে আরও বলেন, এসব পথশিশুসহ অসহায় মানুষের হক্ব বিত্তবান সম্পদশালীদের ধন সম্পদে থাকে, যা পথশিশু এবং অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দেয়া অত্যাবশ্যক।
মোস্তাইন মোশন টীমের পক্ষ থেকে লালমনিরহাট, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ জেলা ছাড়াও রাজধানী ঢাকায় এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।