লালমনিরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ জুলাই) লালমনিরহাট পৌরসভার বানিয়ারদীঘিস্থ শ্রীশ্রী রাধাগিরিধারী মন্দির (ইসকন) প্রাঙ্গণে শ্রীশ্রী রাধাগিরিধারী মন্দির (ইসকন)র আয়োজনে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়।
শ্রীশ্রী রাধাগিরিধারী মন্দির (ইসকন)র সভাপতি শ্রীমান মহাকৃষ্ণ প্রেমানন্দ ব্রহ্মচারী-এঁর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তি প্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ। এতে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এতে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। এতে অন্যান্য অতিথিবৃন্দ ছিলেন লালমনিরহাট পৌরসভার ৪, ৫ ও ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সুজাতা বেগম, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস ছালাম, ইসকন মন্দিরের ভূমিদাতা শ্রী অমল চন্দ্র সরকার, শ্রী কাজল চন্দ্র বর্মণ, শ্রীশ্রী রাধাগিরিধারী মন্দিরের নির্মাণ উদ্যোক্তা শ্রী অনিল চৈতন্য দাসাধিকারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরালাল রায়, শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘের সভাপতি শ্রী জগদীশ চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সহসভাপতি শ্রী সুবল চন্দ্র রায়, কেন্দ্রীয় সার্বজনীন কাচারীবাড়ী দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র কর্মকার। বক্তব্য রাখেন শ্রীশ্রী রাধাগিরিধারী মন্দির (ইসকন)র সম্পাদক শ্রীমান পূজ্য চৈতন্য সেবক দাস ব্রহ্মচারী প্রমুখ। এ সময় ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।