লালমনিরহাটে তরুণদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) বিকাল ৩টায় বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এ ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
ক্রীড়া সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট শাখার সভাপতি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি এস, আর শরিফুল ইসলাম রতন, বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক তালাশ টাইমস, প্রভাতী সংবাদ, সমাজ দর্পন২৪.কমের লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান মিজান, সহসাধারণ সম্পাদক সাইদ বাদশা বাবু, কার্যকরী সদস্য ও স্বাধীন নিউজের লালমনিরহাট প্রতিনিধি আলম মিয়া। এ সময় মোগলহাট ইউনিয়নের কর্ণপুর যুব সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে একটি ক্রিকেট সেট (ব্যাট, প্যাড, হেলমেট, গার্ড, হ্যান্ড গ্লোবস, ষ্টাম্প, বলসহ আনুষঙ্গিক) ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, লালমনিরহাটের মোগলহাট ইউনিয়ন সীমান্তবর্তী হওয়ায় যুব সমাজের একটি অংশ মাদকে জড়িয়ে পড়েছে। সমাজের দ্বায়বদ্ধতা থেকে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক উদ্যোগ নিয়ে মাদক থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলা ও লেখাপড়ার দিকে মনোযোগ দিতে অনুরোধ করেন। এরই ধারাবাহিকতায় কর্ণপুর যুব সংঘকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.