মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক স্বপ্নের পদ্মাসেতু শুভ উদ্বোধনের পর লালমনিরহাট সরকারি কলেজ হতে সহস্রাধিক শিক্ষার্থীর একটি আনন্দ র্যালি বের হয়।
ব্যালির সম্মুখভাগে পদ্মাসেতুর স্প্যানের রেপ্লিকা প্রদর্শন করা হয়। মনোরম বাদক দলসহ হাতে জাতীয় পতাকা, মাথায় পদ্মা সেতুর স্মারক ক্যাপ পরিধান করে আনন্দ র্যালিটি লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় ঘুরে টিএন্ডটি মোড় ঘুরে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
এর আগে কলেজ হল রুমে বড় পর্দায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীদের সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনায় লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউসুফ আলী বলেন, নিজের টাকায় তৈরি পদ্মা সেতু আমাদের জাতীয় গৌরব, স্বনির্ভরতা ও আস্থার প্রতীক।
তিনি আরও বলেন, পদ্মা সেতু নির্মাণে দৃঢ প্রত্যয় ও অবিচল আস্থার প্রতীক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।