প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৪:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২২, ৯:৪২ পি.এম
আমার বাবা-মায়ের কাছে আমি এখনও খোকা?
বাবা মোঃ হযরত আলী, মা মোছাঃ রেহেনা বেগম মিনা- এঁর মাঝে ছেলে মোঃ মাসুদ রানা রাশেদ। ছবিঃ মোঃ রিজভী আহমেদ সৌরভ।
মোঃ মাসুদ রানা রাশেদ
আমার বাবা-মায়ের কাছে আমি এখনও খোকা। খোকা আছি, খোকা থাকবো। কারণ যেখানেই যাই, বাবা-মাকে বলি, অনুমতিক্রমেই যাই। তাঁরাও আমার সার্বিক খোঁজ খবর রাখে। কোথায় আছি, কি করছি, কি খাচ্ছি, কখন ফিরবো। নানা কথা, কথার যেনো ফুল ঝুঁড়ি। কতো যে কথা ইথারে ভেসে ভেসে আসে, যা কান দিয়ে শ্রুবণ করি।
বাবা- মায়ের কাছে আমি চির ঋণী।
তাই কবি বলেন-
সার্থক জন্ম মোর জন্মেছি এ দেশে,
সার্থক জন্ম মাগো, তোমায় ভালোবেসে।
জানি নে তোর ধন রতন আছে কিনা রাণীর মতন
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে।
কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল,
কোন্ গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে।
আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো
ঐ আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে।
(লেখক: সম্পাদক, সাপ্তাহিক আলোর মনি, লালমনিরহাট।)
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
সাপ্তাহিক আলোর মনি- সাহেব পাড়া (বড় মসজিদ) সংলগ্ন, রেলওয়ে কোয়ার্টার নং- এল/১৫০-৩ স্টেশন রোড, লালমনিরহাট-৫৫০০ হতে প্রকাশিত ও প্রচারিত এবং অংকিতা প্রিন্টিং প্রেস, নিউক্রস রোড/প্রেস ক্লাব মার্কেট, রংপুর হতে মুদ্রিত।
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.