লালমনিরহাটে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদ সীমার নিচে থাকলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
শুক্রবার (১৭ জুন) বিকাল থেকে নদী তীরবর্তী এলাকায় কাজ শুরু করেন লালমনিরহাট জেলা প্রশাসন। তাদের সরকারি জরিপ অনুপাতে এ পর্যন্ত ১৫হাজার ৫শত পরিবার পানিবন্দি রয়েছে মর্মে জানানো হয়েছে।
জানা যায়, তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২৫সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ধরলা নদীর পানি বিপদসীমার ৩সেন্টিমিটার উপর দিয়ে বইছে। অপরদিকে রত্নাই, স্বর্ণামতি, সানিয়াজান, সাকোয়া, চাতলা, মালদহ, ত্রিমোহীনি, মরাসতি, গিরিধারী, গিদারী, ধোলাই, শিংগীমারী, ছিনাকাটা, ধলাই ও ভেটেশ্বর নামক এ সকল নদীতে বন্যার পানি অপরিবর্তিত রয়েছে। ধরলা বন্যা নিয়ন্ত্রণ বালুর বাঁধে দেখা দিয়েছে ধ্বস।
আরও জানা যায়, লালমনিরহাট জেলা প্রশাসন উপজেলা পর্যায়ে এ সকল বন্যার্তদের জন্য প্রাথমিক পর্যায়ে ১শত ৫০মেট্রিক টন চাল, শিশু খাদ্যসহ শুকনো খাবার বাবদ ৮লক্ষ ৭৫হাজার টাকা এবং গোখাদ্য বাবদ ৩লক্ষ ৭৫হাজার টাকা বরাদ্দ দিয়েছেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.