শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিএনপি সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে: লালমনিরহাটে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু লালমনিরহাটে এলসিসিআই মডেল স্কুলের পাঠ সমাপনী ২০২৪খ্রি. অনুষ্ঠিত লালমনিরহাটে দিন দিন কমছে আখ চাষ লালমনিরহাটের শালবন হতে পারে পর্যটন কেন্দ্র লালমনিরহাটে মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচিত হলেন যাঁরা! সার সিন্ডিকেট হোতারা ধোঁয়া ছোঁয়ার বাহিরে কেন লালমনিরহাটে তামাকের বিষে কমছে জমির ঊর্বরতা; বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি লালমনিরহাটে জেন্ডার-সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ ও জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমনিরহাটে আত্মনির্ভরশীল দল এবং ইউডিএমসি এর মধ্যে অ্যাডভোকেসি এবং লবিং মিটিং অনুষ্ঠিত
মুজিব পল্লীতে পানিবন্দী ১০টি পরিবারের মানবেতর জীবনযাপন!

মুজিব পল্লীতে পানিবন্দী ১০টি পরিবারের মানবেতর জীবনযাপন!

আলোর মনি রিপোর্ট: ভারী বৃষ্টিপাতের কারণে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

কোদালখাতা গ্রামের দুপরাচির দোলার পানি তীরে উপচে পড়ায় কোদালখাতা এলাকা প্লাবিত হয়েছে।

 

বন্যার পানিতে কোদালখাতা মুজিব পল্লী প্লাবিত হওয়ায় যাতায়াতের সড়কের উপরে পানি উঠে গেছে।

 

মুজিব পল্লী প্রায় ১০টি পরিবারের ৩৬জন মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ মানুষগুলো শুক্রবার হতে রোববার পর্যন্ত মানবেতর জীবনযাপন করছেন! এদিকে পানি বৃদ্ধি অব্যাহত আছে।

 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, মুজীব পল্লী পানিতে থৈ থৈ করছেন। স্যানেটারি ল্যাটিন ব্যবহার অনুপোযোগী। চুলাতে পানি উঠেছে। টিউবওয়েল পানিতে ডুবে গেছে। গরু, ছাগল, হাঁস, মুরগী নিয়ে বিপাকে রয়েছেন তারা। সেই সাথে ছোট্ট ছোট্ট শিশুদের নিয়ে দেখা দিয়েছে নানা সমস্যা। সব সময় চোখে চোখে রাখতে হচ্ছে তাদের। শিশুদের দেখা দিয়েছে জ্বর।

 

কোদালখাতা এলাকার মুজিব পল্লীর বাসিন্দা আবুল হোসেন জানান, মুজিব পল্লীর সবখানেই পানি। হাটু পানিতে চলাচল করতে হচ্ছে। লোকজন পানিবন্দী হয়ে পড়েছেন। পানি বাড়ছে। পরিস্থিতির অবনতি হচ্ছে। এখন পর্যন্ত কোন সরকারি সহায়তা পাওয়া যায়নি। আমরা কর্মহীন হয়ে পড়েছি।

 

সেখানকার বসবাসরত আলেফ উদ্দিন বলেন, শুকনা খাবার খেয়ে দিনাতিপাত করছি। আমাদের কোন বরাদ্দ দেওয়া হয়নি। এখানে শুকনা খাবারের প্রয়োজন।

 

উল্লেখ্য যে, কোদালখাতা মুজিব পল্লীতে আবেয়া (৩০) ৩জন সদস্য, উমর আলী (৩০) ৩জন সদস্য, ফারুক (৩৫) ৬জন সদস্য, আলেফ উদ্দিন (৭৫) ৬জন সদস্য, হালিমা (৩৫) ২জন সদস্য, আমিনুর (৪৫) ৪জন সদস্য, ফেলানী (৪৫) ৩জন সদস্য, হাসেন (৬৫) ৪জন সদস্য, আবুল (৫৪) ২জন সদস্য, মোস্তফা (৪৭) ৩জন সদস্য অতি কষ্টে বসবাস করছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone