আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে গৃহবধু শরিফা বেগম (২৬) হত্যার ঘটনায় পলাতক আসামী স্বামী দুলাল মিয়া ওরফে ঝন্টু মিয়া (৪৬) কে যৌথ অভিযান চালিয়ে লালমনিরহাট সদর থানার পুলিশ ও রংপুর র্যাব-১৩ আটকের ঘটনায় লালমনিরহাট সদর উপজেলার তিস্তা পাড়ের খুনিয়াগাছ গ্রামে শনিবার (১১ জুন) ঘাতক স্বামীর ফাঁসি দাবিতে গ্রামবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
জানা গেছে, গত ২ জুন গৃহবধু শরিফা বেগমের লাশ তিন্তা নদীতে ভেসে উঠে। এর আগে দুইদিন ধরে সে নিখোঁজ ছিল। এই ঘটনার পর পর স্বামী পলাতক ছিল। রংপুর র্যাব-১৩ ও লালমনিরহাট সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘাতক স্বামী দুলাল মিয়া ওরফে ঝন্টু মিয়া কে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কালমাটি হতে আটক করে। সে ঐ এলাকার বাগডোরা গ্রামের মৃত নবিয়ার রহমানের ছেলে।
লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) শহীদুল আলম জানান, যৌথ অভিযানে হত্যা মামলার আসামীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে। ঘাতককে আদালতের নির্দেশে শুক্রবার সন্ধ্যায় কারগারে পাঠানো হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.