আলোর মনি রিপোর্ট: ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির ঢলে লালমনিরহাটে ক্রমান্বয়ে তিস্তা, ধরলা ও রত্নাই নদীর পানি বাড়ছে।
বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তিস্তা, ধরলা ও রত্নাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
এরই মধ্যে প্লাবিত হয়েছে বিভিন্ন চর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল। পানি বৃদ্ধি পেতে থাকলে আগামী কয়েক ঘণ্টায় পানির স্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সরেজমিনে দেখা যায়, তিস্তা, ধরলা ও রত্নাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বসত বাড়িগুলোতে এখনও পানি না উঠলেও নিচু রাস্তা-ঘাট তলিয়ে যাচ্ছে।
তিস্তা, ধরলা ও রত্নাই নদীর তীরবর্তী এলাকাগুলোতে বিভিন্ন ফসলী ক্ষেত পানিতে ডুবে যাচ্ছে। নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।