আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে বাংলাদেশ স্কাউটস সংগঠন বিভাগের উদ্যোগে “প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়” এর সহায়তায় জেলা পর্যায়ে জেলা ও উপজেলা কর্মকর্তাগণের সাথে কাব স্কাউটিং ও স্কাউটিং বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুন) বিকাল ৪টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলার আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এ সময় লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম নবী, বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলা সম্পাদক মোজাম্মেল হকসহ জেলা ও উপজেলা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।