আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন "জনশুমারি ও গৃহগণনা ২০২২" এর মূল শুমারি বাস্তবায়নে মোগলহাট ইউনিয়নের গণনাকারী ও সুপারভাইজারগণের প্রশিক্ষণ কর্মসূচি শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুন) সকাল ১০টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ইটাপোতা আদর্শ উচ্চ বিদ্যালয়ে লালমনিরহাট সদর উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইটাপোতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ সাইফুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন ইটাপোতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক। প্রশিক্ষক ছিলেন লালমনিরহাট সদর জোন-০৩ মোগলহাট ইউনিয়ন জোনাল অফিসার শাদী ফরহাদুর রহমান। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ গণনাকারী ও সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.