আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে ২০২১-২০২২ অর্থ বছরের যুব অধিদপ্তর লালমনিরহাট জেলা কার্যালয়ের আওতায় এক মাস মেয়াদী বিশেষ প্রশিক্ষণ ২০২২ কোর্স (মোবাইল মেরামত ও সার্ভিসিং, ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং ও সোলার প্যানেল স্থাপন, ওয়েল্ডিং, হস্তশিল্প, বিউটিফিকেশন ইয়ুথ কিচেন এবং ক্যাটারিং) এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) সকাল সাড়ে ১১টায় যুব ভবনে লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল মজিদ-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা একাউন্ট ও ফ্রিল্যান্স অফিসার মোঃ আনিছুর রহমান। এ সময় লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের মৎস্য প্রশিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস সরকার, ইলেকট্রনিক্স প্রশিক্ষক মোঃ হাকিমুল ইসলামসহ যুব উন্নয়ন অধিদপ্তরের সকল প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।