প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৫, ১১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২২, ৫:১৪ পি.এম
কৃষক গ্রুপ সদস্যদের মোটিভেশনাল ট্রেনিং অনুষ্ঠিত
আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত কৃষক গ্রুপ সদস্যদের মোটিভেশনাল ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) বিকাল ৩টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ কমিউনিটি ক্লিনিক চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাট সদরের আয়োজনে এ মোটিভেশনাল ট্রেনিং অনুষ্ঠিত হয়।
ফুলগাছ ব্লকের কোদালখাতা দানা ফসল কৃষক গ্রুপের সভাপতি মোঃ হযরত আলী-এঁর সভাপতিত্বে ফুলগাছ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম খন্দকার, ইটাপোতা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শ্রী মুকুল চন্দ্র সরকার প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, কোদালখাতা দানা ফসল কৃষক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তাকসহ কৃষক গ্রুপের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
সাপ্তাহিক আলোর মনি- সাহেব পাড়া (বড় মসজিদ) সংলগ্ন, রেলওয়ে কোয়ার্টার নং- এল/১৫০-৩ স্টেশন রোড, লালমনিরহাট-৫৫০০ হতে প্রকাশিত ও প্রচারিত এবং অংকিতা প্রিন্টিং প্রেস, নিউক্রস রোড/প্রেস ক্লাব মার্কেট, রংপুর হতে মুদ্রিত।
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.