আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২২ (৪ জুন ২০২২খ্রি.) পৌরসভা পর্যায়ে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মে) সকালে লালমনিরহাট পৌরসভা মিলনায়তনে লালমনিরহাট পৌরসভার আয়োজনে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা হয়।
লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দীপঙ্কর রায়, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশীদ, লালমনিরহাট সদর হাসপাতালের আরএমও ডাঃ সামিরা হোসেন চৌধুরী, লালমনিরহাট পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ শরীফ মোহাম্মদ বজলুল হক প্রমুখ। এ সময় লালমনিরহাট পৌরসভার কাউন্সিলরবৃন্দসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।