আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন প্রকল্পের শিশু মেলা-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্ত্বরে লালমনিরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে এ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজির হোসেন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এতে বিশেষ অতিথি ছিলেন হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মামুন, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, লালমনিরহাট জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ। এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।