আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটের ৫নং হারাটি ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল হক খন্দকার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মে) কিসমত হারাটি বি.এল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হারাটি ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিষখোচা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ শরওয়ার আলম। এতে বিশেষ অতিথি ছিলেন কিসমত হারাটি বি.এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, সাপ্টিবাড়ী ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাব উদ্দিন, সোনালী ব্যাংক লিমিটেড মহিষখোচা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ খাইরুল ইসলাম খন্দকার। বক্তব্য রাখেন ৫নং হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল হক খন্দকার প্রমুখ। এ সময় হারাটি ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ ও কৃতি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।