আলোর মনি রিপোর্ট: জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবময় ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মে) জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি লালমনিরহাট জেলা শাখার আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব জাহিদ হাসান লিমন। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি লালমনিরহাট সদর উপজেলা শাখার আহবায়ক অ্যাড. নজরুল ইসলাম, সদস্য সচিব রুহুল আমিন দুদু, জাতীয় পার্টি লালমনিরহাট পৌর শাখার সদস্য সচিব মোঃ আলমগীর চৌধুরী। এ সময় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।