আলোর মনি রিপোর্ট: ঐতিহ্যবাহী লালমনিরহাট সরকারি কলেজ এর ৬০ বছর পূর্তি উদযাপন ও অ্যালামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মে) বিকাল ৪টায় লালমনিরহাট সরকারি কলেজ প্রাঙ্গণে লালমনিরহাট সরকারি কলেজের প্রাক্তণ শিক্ষার্থীবৃন্দের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউসুফ আলী-এঁর সভাপতিত্বে প্রাক্তণ শিক্ষার্থী শফিকুল ইসলাম পাপ্পু-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রাক্তণ শিক্ষার্থী অ্যাড. মোঃ মতিয়ার রহমান, জহুরুল হক টিটু, একেএম মমিনুল হক, এরশাদ হোসেন জাহাঙ্গীর, মোহাম্মদ আলী, আব্দুল মান্নান সরকার, আবু বক্কর সিদ্দিক, হামিদুল হক মন্টু প্রমুখ। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন লালমনিরহাট সরকারি কলেজের প্রাক্তণ শিক্ষার্থী আসাদুজ্জামান লিমন, আজিজুল হাকিম সম্রাট, কলি চৌধুরী, জামাল হোসেন, আজমাউল, তুষার আচার্য্য, নুরুজ্জামান, বাদল সাহা সোভন, গোলাম মোহাম্মদ জাকির, আদম সাফিউল্লা, নবীন, আনিস, ইকবাল হোসেন মামুন, হাবিবুর রহমান হাবিব, লিটু পাটোয়ারী, রিয়াজুল ইসলাম রিন্টু, গোলাম মোস্তফা স্বপন, কাজী নজরুল ইসলাম তপন, অ্যাড. রফিকুল ইসলাম রফিক প্রমুখ। এ সময় লালমনিরহাট সরকারি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অ্যাড. মোঃ মতিয়ার রহমানকে আহবায়ক ও অ্যাড. মোঃ রফিকুল ইসলাম রফিক, কাজী নজরুল ইসলাম তপন, হাবিবুর রহমান হাবিবকে যুগ্ম আহবায়ক এবং ইউসুফ আলীকে সদস্য সচিব করে লালমনিরহাট সরকারি কলেজ এর ৬০ বছর পূর্তি উদযাপন কমিটি গঠণ করা হয়।