আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২ উপলক্ষে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর ২টায় লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কিসামত নগরবন্দ গ্রামে মুজিব পল্লীতে লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপণ করেন রংপুর স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক ফজলুল কবীর, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক প্রমুখ। এ সময় লালমনিরহাট সদর উপজেলা ভূমি কর্মকর্তা রুবেল রানা, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবিরসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে তিনি মুজিব পল্লীতে বসবাসরতদের রান্নার জন্য বন্ধু চুলা স্থাপন করেন।
এর আগে তিনি লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.