আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) বিকাল ৫টায় নর্থকিং চাইনিস রেস্টুরেন্টে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন-এঁর সভাপতিত্বে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান-এঁর আহবানে লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম প্রমুখ সম্মানিত অতিথি ছিলেন। এ সময় বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।