হেলাল হোসেন কবির: লালমনিরহাটে মার্চ মাসে জেলা বিশেষ শাখায় সার্বিক কর্ম মূল্যায়নে জন্য ডিএসবির এসআই রাশেদুজ্জামানকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা-এঁর সভাপতিত্বে মার্চ/২২ মাসের অপরাধ দমন সভায় জেলা বিশেষ শাখায় সার্বিক কর্ম মূল্যায়নে তাকে শেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচন করা হয়।
পুলিশ সুপার আবিদা সুলতানা রাশেদুজ্জামানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামালসহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।