আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম-এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) দুপুর ২টায় লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে শিক্ষক পরিষদ লালমনিরহাট সরকারি কলেজের আয়োজন এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউসুফ আলী-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালমনিরহাট সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ শাহাদত হোসেন, বিদায়ী সহকারী অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।