আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) লালমনিরহাট স্কাউট ভবনে বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট সদর উপজেলার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের কাউন্সিলর সদস্য সেকেন্দার আলী সরকার, বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলা সম্পাদক মোজাম্মেল হক। এ সময় বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট সদর উপজেলার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।