আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ এপ্রিল) বিকালে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে লালমনিরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা তথ্য অফিসার মামুন অর রশিদ-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। এতে বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক শাহ মোঃ রফিকুর রহমান। এ সময় লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার ও ইফতার বিতরণ করা হয়।