আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট সদর থানা পুলিশ হেফাজতে রবিউল ইসলাম (২২) নামের একজন আটক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) গভীর রাতে লালমনিরহাট সদর থানা পুলিশ রবিউল ইসলামকে জুয়ার খেলার অপরাধে ধরে থানায় নিয়ে আসার পথে অসুস্থ্য হয়ে পড়ে। তাকে লালমনিরহাট সদর হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলে কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
জানা যায়, রবিউল লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীর চওড়া গ্রামের দুলাল খান ও মোমেনা খাতুনের ছেলে। মৃত্যু রবিউলের স্ত্রী ও ১কন্যা সন্তান রয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজির চওড়া (কুমারের মাল্লি) এলাকায় গভীর রাতে লালমনিরহাট সদর থানা পুলিশ জুয়া খেলা অবস্থায় ধাওয়া করলে প্রল্লাদ চন্দ্র রায় ও রবিউল ইসলামকে আটক করে। বাকী সবাই পুলিশ দেখে কৌশলে পালিয়ে যায়। জুয়ার স্থান থেকে থানায় নিয়ে আসার পথে রবিউল অসুস্থ্য হয়ে পড়ে। এমন সময় এসআই হালিম অসুস্থ রবিউল ইসলামকে লালমনিরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ মৃত্যুর ঘটনায় রাতেই জাতীয় মহাসড়ক অবরোধ করেছিল জনগণ। এ সময় এসআই’র বিচারের দাবী জানানো হয়। এবং এ মৃত্যুটি রহস্য জনক বলে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
মৃত্যু রবিউলের পরিবার এর সঠিক বিচার দাবি করেন।