আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে প্রায় ২বছর পর ভিসাধারী যাত্রীদের পারাপার শুরু হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) দুপুর ১২টা ৩০মিনিট থেকে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর পর্যন্ত বাংলাদেশ ও ভারত এর ৪০জন পাসপোর্টধারী যাত্রী বুড়িমারী স্থলবন্দরের চেক পোস্ট ব্যবহার করেছেন।
বুড়িমারী স্থল বন্দরের অভিবাসন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশের অভিবাসন চৌকি দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে সম্মত হয়েছে দু’দেশ। এখন থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দু’দেশের যাত্রী যাতায়াত করতে পারবেন।
জানা গেছে, করোনা ভাইরাসের কারণে প্রায় ২বছর ভ্রমণ ভিসাধারীদের এ পুলিশ অভিবাসন চৌকি দিয়ে যাতায়াত বন্ধ ছিল। এতে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রামের পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশ কষ্টকর ছিল। বুধবার দুপুর ১২টার দিকে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের অভিবাসন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সমীর শামাং ভিসাধারীরা যাতায়াত করতে পারবেন বলে জানান। এরপর বুড়িমারী স্থলবন্দরের অভিবাসন পুলিশের সম্মতিতে যাত্রী পারাপার শুরু হয়।
বুড়িমারী স্থলবন্দরের অভিবাসন চৌকি খুলে দেওয়ার খবর পেয়ে স্বস্তি মিলেছে ভ্রমণ পিপাসুদের ও ভারতে চিকিৎসা নেওয়া রোগীদের।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.